বিশুদ্ধ তারা ভরা নিশ্চুপ নিশুতি রজনী
নিম বাতাসে ধোয়া যায় অপাঠ্য কাহিনী
হৃদকাশে জমা মেঘ বৃষ্টি নেই সারা
পুড়ে যায় বারবার সব ভ্রম হারা


সাধ সেধে কৃপা বানে আহত অস্থির
সস্তায় অনায়াসে খাঁটি মিথ্যে বেচা যুধিষ্ঠির
লালা বেয়ে নদী বয়ে সুনামী সাগরে
সাজালে পূণ্য থালা ছুঁচো ঢোকে অন্নাহারে


কেলিয়ে দাঁত সেই বাসি হাঁসি ঢাকি
প্রদীপের পোড়া তেল লাল গায়ে মাখি
ক্যালেন্ডার সাক্ষী যার সব ঘর লাল
রাজা রাজ্য আমি তুমি বিপজ্জনক বাল