একতরফা রোগ প্রেম রঙের
শুকনো কঙ্কালে আত্মীয়তার বন্ধন
যে বন্ধনে সূর্যের চারদিকে গ্রহেরা ঘোরে
হয়তো আছে কক্ষপথ চ্যুত হওয়ার ভয়
তবুও ঘোরে


অবহেলার চুম্বন যখন কপাল ছোঁয় প্রেমের
জ্বরে পুড়ে ছাই হয়ে যায় সুখ পাখির ঠোঁট


যার পালক ছিঁড়ে তুমি লিখে দিচ্ছ
একটা সম্পর্ক মৃত্যুর উপন্যাস
আর প্রতিটি হস্তাক্ষরেও একশো-পাঁচের জ্বর