এড়িয়ে যাওয়া একটা গুন
এড়িয়ে যাওয়াও একটা প্রতিভা


মানুষ এড়িয়ে যায় অনেককিছুই
যেমন ধরুন,
ভোরবেলার মিষ্টি রোদ
শেষ বিকেলের পাখির কিচিরমিচির
ঝিঁঝিঁ পোকার একঘেয়েমি সুর
বৃষ্টির পর মাটির সোঁদা গন্ধ
বইতে থাকা নদীর কলকল শব্দ
এছাড়াও...
মানুষ এড়িয়ে যায় পুরানো হয়ে যাওয়া সবকটা জিনিস


সর্বোপরি মানুষ এড়িয়ে যায় মানুষকেও
যে মানুষটাকে এড়িয়ে গেলে
সেই মানুষটা আর মানুষ থাকে না
মানুষ তাকেও এড়িয়ে যায়