ক্ষীণ দৃষ্টিতে অপলকে তাকিয়ে রই,
জরা নীল রঙের তুলির টানে উদ্বর্তন।
আঁকা হয় শীতল একটা দাগ,
দেখি আঁকা বাঁকা দাগে  অভিসারের পত্তন।


চোখের বালি থেকে কিভাবে--
চোখের মণি হয় ছিটকে যাওয়া চরিত্র সকল;
আমি তুমি সহ ভেসে যাওয়া সহস্র যুগল!