একশো সন্ত্রাস কেটে যাবে
মুঠো মুঠো ধানে ভ'রে যাবে গোলাঘর
আবার দুপুরে রান্না হবে ভাত, কচু চচ্চড়ি
লাল রঙা বিকেল রাঙিয়ে দেবে উঠান
আমি ভাত ঘুম সেরে উঠে দেখবো
ছাগল ছানাগুলোকে তুমি বেঁধে দিচ্ছ


অতঃপর কালবৈশাখী ঝড় এসে
উড়িয়ে দেবে আমাদের চাল,ঘর,ধান


সব উপেক্ষা করে আমি
তোমার উড়তে থাকা চুলের দিকে তাকিয়ে
আর তুমি ঝড় থামার অপেক্ষায়