আমাজন থেকে কিনে আনি
স্যাঁতসেতে আঁধার, ঘর ভর্তি তাতে
ধূপ জ্বেলে সেই আলোয় হাতড়াই প্রগতি
তার আঁচেই সেঁকে নিই হাত-পা


সুগন্ধ জানলা দিয়ে পালিয়ে যায়
তাকে আটকে রাখার বৃথা চেষ্টায়
সৌন্দর্য হারায় আমাদের আয়ু


তুমিও একটা ধূপ জ্বালো
হ্যাঁ তুমিই যার কোনো প্রদীপ নেই
তুমি যে মৃত্যুর দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে রয়েছো!