সূর্যের কিরণ জুড়ে তুমি
আকাশের মেঘে মেঘে তুমি
তুমি ঝর্ণায়,নদীতে ,সাগরে
পাহাড়ে,মাটিতে,বাতাসে
ফুলে-ফুলে, ঘাসে-ঘাসে


যেদিন তুমি রক্তে বইতে শুরু করলে
যেদিন হৃৎস্পন্দনে তুমি
সেদিন আমি তোমার খবর নিলাম না


এখন কি তুমি ভূতেও ঘৃনা করো