পীড়িত হতাশার মেঘে আচ্ছন্ন মস্তিষ্ক
প্রতিনিয়ত বুলেট বৃষ্টি ঝরে দালান কোঠায়
ভর্তি ঝুড়ি আরও ভর্তির আশায় কুড়িয়ে নি
হাত পেতে হাত ভেজাই


চতুষ্কোণ কেমন ধোঁয়াশা ধোঁয়াশা -
আতঙ্কের আঁতুড়ঘর।বুক কেটে
উজ্জ্বল হৃৎপিন্ডে পথ হাতড়াই
প্রেম পানিপথ যুদ্ধ লড়ে তাতেও আর দম নেই!
ঘরে বিচ্ছেদ এসে স্থান নেয়
সজোরে চড় মারে একটার পর একটা


শেষে ছাতা মেলে না কোনমতে
মেলে না সহানুভূতির ছাদ মাথার উপর।