কারও সোহাগের ছবি প্রতিচ্ছবি
যত্নে রাখা এক একটা অমাবস্যার রাতে
ইতস্তত আবেগেও সক্রিয় কান, সন্ধ্যারতির গান
প্রদীপের শিষ বেয়ে ওপরে ওঠে
যেন জ্যান্ত শরীর থেকে বেরিয়ে যাওয়া আত্মা।
চোখ জ্বালা করে ঈশ্বরের হয়তো স্বয়ং প্রদিপেরও


আমরা ছায়া ধরে ধরে বেঁচে আছি
অন্ধকারে আবার কিসের ছায়া ?
এ প্রশ্নের উত্তর মনকে জানতে দিইনি কখনোই


জানি ঈশ্বরত্ব পুড়ে প্রদীপের আলোয়
আমাদের জীবনে অতটুকুই আলো
নিঃস্ব আলোর নিশ্বাসে সেই শিখাও কাঁপে!