বরষ পেরোয় আসে না কানাই
ধুলিমাখা পথ চেয়ে বসে মীরাবাই
মীরার চোখের জল ও শুকায়
উৎকণ্ঠার ঢেউ গড়ায়ে যায়


যখনই শোনে সে বাঁশির সুর
বুকে বাজে তার আশার নূপুর
আসে না কানাই তবুও হায়
শোকে শুধু সে মূর্ছা যায়


আসিয়া তখন বলে সুনয়ন
যতই করো তুমি আত্মদহন
চাঁদের প্রেমে পড়লে যেমন অমাবস্যা আসে
শুদ্ধ প্রেমে পড়লে দু-চোখ অশ্রু জলে ভাসে


প্রেম পূজারীর পাত্রে কেবল অবহেলাই জোটে
আমিও আসছি অবহেলার দীর্ঘ পথ হেঁটে...