ইতস্তত সমস্ত মায়ার রেশ
তুমি সূর্য'র আলোয় আলোকিত।
আমার রোশনাই এর মৃদু আলো
তোমার মনে হবে তুচ্ছ!


বসন্তের প্রথম পলাশের বেশ
তুমি ভোরের আভার কোকিলের ডাক।
আমার ফাঁটা বাঁশির দুর্বল সুর
আমার হাতে বাসি গোলাপ এক গুচ্ছ!


আমার বেপরোয়া প্রেমের দেশ
তুমি স্বর্গ কাননের ফুল লাল, নীল, সাদা...
আমার স্নেহের কুঁড়ে ঘর
হাজার বিপর্যয়, তবুও তোমার হাসি স্বচ্ছ!