সকলের মত আমার হাতও প্রসারিত
বৈকুণ্ঠের হাওয়ায় দিব্যি চলছে শ্বাস প্রশ্বাস
মাঝে মাঝে বৈকুণ্ঠ ঝড়ও আসে দ্বারে
আমার সুগন্ধীর ধোঁয়াকে বিপথে চালিত করে
আমি তবুও পাথর কুড়িয়ে রাখি যত্নে
পূজো করি দিন রাত, পেতে রাখি হাত


শান্তির ঘুম লুটে নিয়ে যায় কে জানি কোন চোর
হয়তো প্রসাদ পড়বে আমার হাতে, চোরের হাতে!