কল্পনায় বৈভবে যতবারই করেছি যতন
কৃষ্ণকলির আকুলতায় হয়েছি মগন
সখিকুলে শূন্য তবুও সে রূপের প্রভা
হৃদ আগ্নেয়গিরির শুধু জ্বালামুখে লাভা


উদাসীন চাহনি তার মেঘের পালক
ফড়িং এর ডানা মন সাধ্য চালক
রবে প্রেম রবে লীলা সে এলে ঘরে
কৃষ্ণ সেবায় থাকবে সে রাধার আদরে


আসিবে যেদিন সে প্রণয় মেলায়
ভাসবে সব ক্লেশ রমণ ভেলায়
হবে কি সত্যি তবে এমন স্বপন?
কৃষ্ণকলিও হবে কি তবে প্রণয়ে মগন?