এইত কোমলতা,
এখানেই বনলতা।


সুরেলা-সরলতা,
  পত্রে-পত্রে আছে ছন্দ আর


বনের কুমারের লিপিকথা
     প্রেমমালা।


সৌরভে ভরা,
কুহকের ছন্দ-মূর্ছনা


মাধবিলতা-কৃষ্ণচূড়া
রক্তিম মান্দার-আকন্দে ভরা।


সবুজের পিড়ানে,
বন্য বালিকা।


হাসছে-খেলছে
নেই হিংস্রতার তাড়া।


শুধু সুখ আছে ঐ
সবুজের ভীরে
নীলের নীচে
তরল শোভিত জলে
গুঞ্জনে-কলরবে,
সেখানেই শান্তি
সেখানেই সুখ আত্না।
এই পৃথিবী  এক      
বিধাতার আদিম পাঠশালা
এখানে শুদ্ধ বিদ্যার্থী বিচরন করে
উন্মুক্ত সুশীতল ক্যম্পাসে।


জ্ঞানের বিদ্যার মক্তব আসরে
এখানেই গড়ে মনিষী,গুনী এই আদিম পাঠ্শালাতে।