এটি বাংলাদেশ,
এখানে ত্রিরত্ন হুংকার তোলে।
বঙ্গপোসাগরের তীরে,ঢেউরা আছরে পরে স্বগরম সাগর সঙ্গম হয় জলজ উচ্ছাস কলধ্বনি তুলে,শোশো বিদ্ধংসী ধ্বনি তুলে।
রাজকীয় রাজ বাঘের দল বিচরন করে,
সুন্দরীর জমিনে ভূকম্পন তুলে,
রহস্য হুংকারে বাংলার প্রহরী হয়ে।
এই বাংলা নির্ভয়ে
এখনো জেগে আছে সংশয় হীন ভাবে
,যখন প্লাবন চারপাশে আঘাত হানে বারে বারে,অনুপ্রবেশ দ্বারে
অবিচ্ছেদ্য ত্রিরত্ন হুংকার যোগ হয়,
প্রিয় বন্ধুর মত গর্জে উঠে,
সহস্রাব্দের শ্রেষ্ঠ বাঙালী
ঘুম ভেঙেছিল আমাদের ঐতিহাসিক ডাকে।
সুদূর রেসকোর্স থেকে তার ডাক পৌছে
গিয়েছিল প্রতিটি ঘরে ঘরে
পৃথীবির মাঝে এখনো প্রতিধ্বনি তোলে।
আনাচে-কানাচে,নিভৃত কোনে, ত্রিরত্নের হুংকারে
এদেশ চিনে, পৃথিবী চিনে,আনাচে কানাচে সব খানে ত্রিশক্তির শৌর্য সমাহারে।