ধরো, একটা গহীন বনের মাঝে ,
তুমি আমি মরছি খুঁজে পথ,
হঠাৎ করে থমকে দাঁড়াই দেখে
দুদিক পানে দুটি রাস্তা গ্যাছে ।।
একটি সাদা বকুল ফুলে ভরা
আর একটি পথ মনিমুক্তো গাঁথা ।।
তোমার চোখে উপচে পড়া খুশি
আমার মনে বকুল সুখের রাশি ।।
এগিয়ে গেলে মুক্তো ঝরা পথে
আমি তখন অন্য পথে হাঁটি
চেঁচিয়ে বলও , পাগল হলে নাকি !!
মুক্তো পথে সুখ লুটিয়ে পরে, এ পথ ছেড়ে "ও" পথ কি কেউ ধরে !!
পায়ে পায়ে ব্যাকুল বকুল পথ
আকুল হয়ে অস্ফুটে কই নিজে
কোনটা দামী কোনটা বা কম দামী
বলে দেবে কার কিরকম চাওয়া
তোমার চোখে যা কিছু তুচ্ছ
আমার কাছে ভীষণ রকম পাওয়া ।।