জানতে জানতে হয় কি জানা !
শিখতে শিখতে শেখা ?
স্লেট পেন্সিল বর্ণমালায় শুরু পড়া লেখা ।
অনেকগুলো ধাপ পেরিয়ে এগিয়ে এসে শেষে,
ঝোলা খুলে সঞ্চয়টা দেখি হিসেব কষে ।
কিচ্ছুটি নেই ঝোলা জুড়ে সার্টিফিকেট ভিন্ন ,
হাতড়ে কোথাও মিলল নাতো জ্ঞানের কোনও চিহ্ন ।
পেছন পানে যেই না তাকাই বড্ড করে ভয়,
লিখতে বানান কেবল ঘটে বর্ণ - বিপর্যয় ।
আকার - একার-ঔকার সব কবেই গেছি ভুলে,
নতুন করে বর্ণমালা দেখতে হবে খুলে।
মগজ খানা বিদ্যে বোঝাই , বুদ্ধির নেই জোর
শূন্য সরণ , মরছি ঘুরে আমড়াতলার মোর ।।