এসো হে মৃত্যু করি আলিঙ্গন
তুমি প্রেমের বন্ধন
জন্মের মাঝে চির সাথী তুমি
সুভাসিত চন্দন৷
বিচিত্রা ভুবনে রং মহলায়
আলো আঁধারের খেলা
সমুদ্র সৈকতে এ দেহ তরীতে
আত্মার অদৃশ্য ভেলা৷
বহু পথ, বহু মত ক্ষনিকের তরে
সবি একাকার
আমি অস্তিত্ত্বহীন বান ভাসি
মৃত্যুর উন্মুক্ত দ্বার
আশার ভুবনে পাখিটি আমার
সুনীল আকাশে উড়ে
ক্ষনিকের পৃথিবীতে নশ্বর দেহ
রইবে পরে৷
বড় বিস্ময় চির সত্য জেনে
মনে পায়না ঠাঁই
আমায় খুঁজিতে গিয়ে এই ধরণীতে
কিছু নাহি পাই৷
বিশ্বের যাহা কিছু আছে সকলই
যাব পশ্চাৎ ফেলে
আসিবনা ফিরে এ জীবন ঘিরে
পৃথিবীরে অবহেলে৷