যুগ যুগ ধরে আবার আসিল ফিরে
                       মহা কুরবানী
হে বিশ্ব মুসলিম, মুছে ফেলো
                       মন থেকে হিংসা-নিন্দা-গ্লানি৷
গোশতের লোভে আত্মগৌরবে
                       তোমার কুরবানী নয়
ত্যাগের মহিমায় প্রেম সাধনায়
                        বিধাতারে করো জয়৷
শতকোটি পশু দিলে বলিদান
                        তুমি রক্তের বন্যায়
এই মহাদিনে বিসর্জন দাও
                        যতসব অন্যায়৷
হাজীগনে আরাফাত ময়দানে
                        ঢিল ছুঁড়ে শয়তান
মনের শয়তান দূর করো আগে
                        তবেই পরিত্রাণ৷
স্বীয় পুত্র ইসমাইলকে ইব্রাহীম
                        করেছিলেন দান
ভক্তের এ পরীক্ষায় বিধাতা
                         ফিরিয়ে দিয়েছিলেন প্রাণ৷
কাফনে জড়ানো শুভ্র বসন
                         সেদিন পরিহিত যার
আল্লাহর রাহে কুরবানী
                        ধ্বনিত আল্লাহু আকবার৷