মৃত্যুর মিছিলে মানুষের ভয়াবহ ভাইরাস
মানব জীবনে করোনার করুণ ইতিহাস৷
এ মহামারী যুদ্ধ নয় এক কঠিন বাস্তবতা
পরিত্রাণ তারি কাছে যিনি সর্বশক্তিমান বিধাতা৷
অবাধ বিধ্বংসী বিশ্ব স্রষ্টার অভিযান
সার্বজনীন রূপরেখা তার সশস্ত্র অনির্বাণ৷


আকাশে বাতাসে ছড়াছড়ি ব্যাধি সর্বগ্রাসী থাবা
এত লোক ক্ষয় বিজ্ঞান পরাজয় যায় না ভাবা৷
স্তব্ধ প্রযুক্তি উন্নয়ন ব্যবহৃত হয়ে গেছে আজ
সর্বহারা একাকীত্ব জীবনের মানব সমাজ৷
ধর্মের বাণী তে শুনেছি রোজ হাওর কিয়ামত
বাস্তব জীবনে প্রতিদিন তারি এক আলামত৷
বিচ্ছিন্ন মানুষ মসজিদ, মন্দির, উপাসনালয়ে
একে অপরের প্রতিপক্ষ এ মহামারী ভয়ে৷


স্ত্রী-পুত্র পরিবার পরিজন বাঁধার প্রাচীর
ভাইরাস প্রতিটি মানুষ যেন বিষাক্ত তীর৷
প্রতিরোধ ঠেকাতে পুলিশ, সেনাবাহিনী, ডাক্তার
আক্রান্তের সামিল হয়েছে পায়নি তারা নিস্তার৷
এভাবে চলে যদি বেড়ে যাবে পৃথিবীর অস্থিরতা
মানব নিধন অভিধানে স্তব্ধ-অবক্ষয় সামাজিকতা৷
নতুন প্রজন্ম আশীর্বাদ নয় অশুভ লক্ষণ
মহা সংকটে বিপর্যস্ত সামাজিক বন্ধন৷