ক্ষণিকের পৃথিবীতে জীবনের
                       বেলাশেষে চির অবসান
মৃত্যুর কোলে কাফনে জড়ানো
                       গোরের মহাশশ্মান৷
পরবাসিজন আসেনি কখন
                        এ ধরায় ফিরে
এত ভালবেসে যায় অবশেষে
                        মায়ার বাঁধন ছিঁড়ে৷
সাজানো সংসার রেখে গেছে তার
                        আহা! দরদের সন্তান
ভুবন ব্যপিয়া কাঁদিছে হিয়া
                        সবই যে, ব্যথার দান৷
জীবন স্মৃতির হৃদয়ে আঁকানো
                         কতো না অমর ছবি
কল্প তুমি, গল্প তুমি, মৃত্যুঞ্জয়ী
                         আমি তাই হয়ে গেছি কবি৷
ওগো প্রিয়জন আশার ভুবন
                         খুঁজে ফিরি তাই
পৃথিবী নামে মহাশশ্মানের
                         তোমার মাতৃজঠরে ঠাঁই৷
ফুল শয্যার বাসর সাজানো
                         কোথা সে আমার ঘর
আশার স্বপন ঘিরে ভাঙ্গা নদী তীরে
                         ধুঁ-ধুঁ বালুচর৷
মহাশশ্মানের পথে নেই দল-মত
                         শুধু একাকার
জীবন কাহারো নয় সবই পড়ে রয়
                         আমি বিধাতার৷
হে প্রভু এ জীবন করেছ দান
                         তুমি বিশ্বের মহাপ্রাণ
মাটির পৃথিবী কোন একদিন
                         হয়ে যাবে মহাশশ্মান৷