আমি গর্বিত বাংলাদেশ তোমাকে নিয়ে।
তোমার মাটি নিরাপদ রাখার জন্য ৩০ লক্ষ মানুষ জীবন উৎসর্গ করেছিলো,
মা বোন সম্ভ্রম হারিয়েছিলো।
তার পরেও কেনো তোমার মাটিতে হাহাকার করে উঠে কোন এক ধর্ষিত কিশোরী কিংবা যুবতী?
অকালে সন্তান হারানোর বেদনায় কাতরে উঠে মায়ের বুক,
ক্ষিদার জ্বালায় চোখের জল মুছে রাস্তার পাশে পরে থাকা অধিকার বঞ্চিত পথ শিশু।
অর্থের অভাবে আজো শিক্ষা থেকে বঞ্চিত মেধাবী কিশোর,
বেকার যুবক অভাবে আজো চোখের জল মুছে নিরবে।
ন্যায়বিচার জিম্মি শাসকগোষ্ঠী আর মোটা অংকের কাছে,  
সাম্প্রদায়িক নির্যাতন আর ধর্মান্ধতা থেকে এখনো মুক্তি পায়নি মানুষ।
ইত্যাদি ইত্যাদি আরো অনেক কষ্ট আর ক্ষোভ বুকে চেপে রাখি।
মনে মনে নিজেই নিজেকে প্রশ্ন করি, আমি কেন নিজের প্রতি অবিচার করছি কিছু লোভ পূরণ করার জন্য?  
আমার উত্তর তখন হেরে যায় আমার লালসার কাছে।
তারপরও হে প্রিয় বাংলাদেশ তোমায় নিয়ে গর্বিত।
গর্ব করে মাথা উঁচু করে বলতে পারি "তোমাকে অনেক ভালোবাসি "।