বন্দী থাকুক মানব সভ্যতা আর কটা দিন,
মানুষগুলো যুদ্ধ করুক জীবনের জন্য।
মৃত্যু আতংকে কাটুক আরো কিছুদিন।
হোক না আকাশটা কিছুদিন একান্তই পাখিদের।
বিনা দায়ে যেমনি করে চিড়িয়াখানার খাচায় বন্দী
বনের স্বাধীন প্রাণীগুলো।
তেমনি করে বন্দীত্বের স্বাদ উপলব্ধি করুক মানুষগুলো।
বনগুলো প্রাণ ফিরে পাক নিজস্ব নির্জনতায়।
নদীগুলো আপন সুরে বয়ে চলুক কিছুটা সময়।
প্রাণীগুলো জয়ধ্বনি তলুক বাচার আনন্দে৷
কিছুদিন হেসেখেলে বেড়াক প্রকৃতি।
এরই ফাকে মানুষগুলো মানুষ হয়ে উঠার পণ করুক ঘরবন্দী থেকে।