অন্ধকারের একটা রুপ আছে,
যে রূপে আমি থাকি।
নিরবতার একটা সুর আছে,
যে সুরে আমি তাল মেলায়।
যদি রূপটা না চিনো আর সুরটা না বুঝো,
তবে আমায় খুঁজো না।
কারণ আমি আছি অন্ধকারে একবিন্দু জোনাকির রুপে,
কিংবা নিরবতার সুরে মন মাতানো এক উল্লাসে।