ভূমিষ্ঠ হওয়ার আগে মায়ের গর্ভে আমি একাই ছিলাম ।
বার বার হোঁচট খেয়ে হাঁটতে শিখেছি আমি একাই ।
পাঁকা পেয়ারা খাওয়ার লোভে গাছে আমি একাই চড়েছি ।
নিচ থেকে কেউ ঠেলে তুলে ধরেনি ।
সবাই মিলে ক্লাস ফাঁকি দিয়ে চলে গেলেও দোষ আমার একারই ছিল ।
কারণ আমি যে ক্লাস ক্যাপ্টেন ।
পরীক্ষার আগের রাতে শীটের পাতা উল্ঠিয়েছি আমি একাই ।
জুস বা হরলিক্সের গ্লাস হাতে পাশে কেউ ছিল না ।
মাঝরাতে অন্ধকারে দুঃস্বপ্ন দেখে জেগে উঠে দেখি আমি একা ।
পাশে এমন কেউ নেই যাকে বলব এক গ্লাস পানি দাও তো ।
হ্যালো হ্যা তোমাকেই বলছি,
তোমাকে ভালোবেসে গেলাম আমি একাই ।
একতরফা ।
বন্ধুরা আড্ডা শেষে তোরা চলে গেলেও
আমি একাই থাকি ।
একাকীত্ব আমার কাছে নতুন কিছু নয় ।
মৃত্যুর পর শুধু আমাকেই নয় সবাইকে একাই যেতে হবে ।
তাই হাজারো ভীড়ের মাঝেও আমরা সবাই একা ।