সুখ পাখিটারে রেখেছিলাম খাঁচায়
আজ সে আর নাই
খাঁচা ভেঙ্গে পালিয়ে গেছে।


আশার ভেলা ভাসিয়েছিলাম জলে
আজ সে ভেলা পচে গেছে
পানিতে সম্পূর্ন নিমজ্জিত।


উল্লাসে আর হয়না মাতা
কারন?
জানিনা
সবই কেমন যেন নিরব নিস্তব্দ হয়ে গেছে।


মধুর স্বপ্ন দেখিনা অনেকদিন
যা দেখি তাতে চিত্‍কার করতেও ভুলে যাই
নিঃশব্দে আধ বোতল পানি খেয়ে আবার শুয়ে পড়ি।


ভবিষ্যতের চিন্তায় যে জাল বুনেছিলাম
আজ সে জাল ইদুরে খেয়ে ফেলেছে
মেরামতেরও অযোগ্য।


জীবনের অঙ্ক কষতে বসেছিলাম
অনেক ক্যালকুলেশনের পর উত্তর যা আসল
তা শুধুই একটা কাল্পনিক সংখ্যা।


আনন্দের স্মৃতিগুলিকে লিখে রেখেছিলাম মনের ডাইরিতে
কষ্টের অশ্রুতে ভিজে সে লেখা আজ অস্পষ্ট
পড়ে স্মৃতিচারন করার কোন উপায় নেই।


প্রেমিকার সুন্দর অবয়ব একেঁছিলাম হৃদয়ের মানসপটে
হৃদয় আজ ক্ষতবিক্ষত, রক্তাক্ত
সেই অবয়ব ও বিকৃত হয়ে গেছে।


ভালোবাসা নিয়ে তাস খেলতে বসেছিলাম
আমার সেই ভালোবাসার রানীকেও রং করে নিয়ে গেল আর একজন
এ খেলাতেও হারলাম।


সব মানুষকে আমার কাছে শুধু একটি প্রানীর মতই লাগে
গিরগিটির মত।
ক্ষনে ক্ষনে রং বদলায়।
শুধু ভয়ে থাকি এই চিন্তায়
কোন দিন আয়নার সামনে দাড়িয়ে হয়ত দেখব আমার রং ও পাল্টে গেছে ।