ছোট্ট পাখিটা রেলিং এ বসে ঘাড় বাঁকিয়ে এদিক ওদিক তাকাচ্ছে
মনে হল যেন আমাকেই খুঁজছে।
হতে পারে কাছের কারো সংবাদ নিয়ে এসেছে।
সুসংবাদ না দুঃসংবাদ?
হতে পারে ডানা ঝাপটে, কিচির মিচির করে সেটাই বলার চেষ্টা করছে।
কিন্তু আমি তো পাখিটার ভাষাই জানিনা।
হয়ত এজন্যই তার আমার কথোপকথনের নীরবতাই একমাত্র দর্শক।


এমনও তো হতে পারে সে নিজেই কিছু চাইতে এসেছে ।
প্রকাশ করতে না পেরে হয়ত ক্ষোভে দুঃখে কাতরাচ্ছে ।
হতে পারে তার কাওকে ভালো লেগেছে ,
কিন্তু ইচ্ছা স্বত্বেও হয়ত তাকে বলতে পারছে না তার ভালো লাগার কথা।
দিতে পারছে না তার সৌন্দর্য্যের উপমা।
তাকে বলতে পারছে না "আমি তোমাকে ভালোবাসি "
হয়ত ভালোবাসি শব্দের বদলে মুখ দিয়ে বেরিয়েছে করুণ আর্তনাদ।


হতে পারে পাখিটা চাচ্ছে তার মনের কথাগুলো আমি তার পছন্দের মানুষটাকে বলি।
এটাও হতে পারে পাখিটার মনের কথা এবং আমার মনের কথাগুলো একই।
এমনকি এটাও তো হতে পারে
এই ছোট্ট পাখিটাই আমার মন।
বুকের পাজরের রেলিং এ বসে মন পাখিটা বার বার বলার চেষ্টা করে
হয়ত নিজের কাছেই পরাজিত হচ্ছে প্রতিবার।