পেয়ে তোমার নাঙ্গা পায়ের ছোঁয়া
ছাড়িয়া নিঃশ্বাস কহে বালুর চর -
"আমি যদি হতাম নর
তোমায় নিয়া বাঁধিতাম
ভালোবাসার ঘর ।"
দেখিতাম চেয়ে তোমার বাতাসে উড়ন্ত চুল,
হেরিনু অপ্সরী করিতাম শত শত ভুল।
পরাতাম তোমার গলে মুক্ত ঝিনুক মালা,
থাকিতাম পথ চেয়ে সাজিয়ে হৃদয় মাঝে অব্যক্ত প্রেমের ডালা।
করিতাম অনুনয় সকল বিহঙ্গের দ্বারে ,
যেন শোনায় তোমায় কলতান সুমধুর স্বরে।
কহিতাম কাতর কন্ঠে ওহে নদীর ঢেউ ,
তীরেতে আছরে পড়ে ওর দুপা ভিজিয়ে দেও।
তোমার চারিদিকে উড়ত সাদা কাশবন,
করিতাম শপথ আমি তোমার পাশে থাকব আজীবন ।
করিবে কি তুমি বরণ ?
আমার এই অব্যক্ত প্রেম নিবেদন
মাড়িয়ে আমার হৃদয় তোমার ঐ নাঙ্গা চরণ।