অট্টহাসির আড়ালে সশব্দে চাপা পরে এদের কষ্ট,
ডাগর চোখের লেপ্টে যাওয়া কাজলে কান্নাটাও অস্পষ্ট।
নেশার নেশায় মত্ত, সান্ধ্য আলোর ধোয়া,
তৃষিত চাতক মন চায় ভালোবাসার ছোয়া।
সাধ থাকলেও এদের নাই ভালোবাসার সাধ্য,
অনেকটা যেন ধবল রোগীর রোদ পোহানোর মত।
মৃত্যু ঘটেছে অনেক আগেই কোন এক সন্ধায়,
ছাপা হয়নি লাশের ছবি কোন খবরের পাতায়।
রূপের জৌলুশে রূপবতী, বাট ডেড ইনসাইড,
ব্যান্ডেজে মোড়া ক্ষতবিক্ষত হৃদয়, দে ক্যান্ট হাইড।
কাব্য শরীরে এরা রূপবতী লাশ।
আর প্রতিটা অক্ষর দীর্ঘশ্বাস।