ছোট ছিলাম।
জীবনের প্রথম অংক দৌড়টাও সহজ ছিল।
বিয়োগ অংক।
কিন্তু হাতে রাখার নিয়মটা তখনো আয়ত্তে আসে নি।
তাই সবার আগে পৌঁছালেও স্যার বলেছিলেন হয়নি।
এরপর অংকগুলো কেমন যেন জটিল থেকে জটিলতর হল।
ক্যালকুলেটরবিহীন এই ক্ষণিকের প্রতিযোগিতায় পড়লো মৌলিক সংখ্যার বর্গমূল।
শুনলে হয়ত তোমাদের হাসি পাবে-
ভালোবাসার শেষ অংক দৌড়ে অনেক প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম।
বাঁশি বাজতেই কাগজ উল্টিয়ে দেখি ২২/৭