অমল তুমি জানালার ধারে
দেখতে আপন পৃথিবী
আজকে আমি তোমাকে অমল
ফেসবুকে তাই খুঁজি।


ওই সুদূরের পাঁচমুড়ো পাহাড়
ডাকতো তোমায় সুরে
ফেসবুকের  জানালা খুলে
আমিও তাকাই দূরে।


অমল, তোমার দই ওয়ালার সুর,
মালিনীর মালা গাঁথা,
আমিও খুঁজি আমার পৃথিবী
আমার মনের মিতা।


রাজার চিঠির অপেক্ষাতে
তোমার প্রহর হয়েছে  দীর্ঘ
এখানে দীর্ঘ আলাপে কথনে
রাত্রি বিনিদ্র।


তবুও অমল, তোমাকেই খুঁজি
তোমার দুচোখে দেখি।
খোলা জানালাটা ফেসবুক হয়ে
দেখছে অবাক পৃথিবী।
_____________
____________
রবীন্দ্রনাথের ডাকঘর নাটক অবলম্বনে লেখা।