দুর থেকে দেখা যায়
নক্ষত্ররাশি
নানা রূপে দাঁড়িয়ে আছে
যেন পাশাপাশি।


মাঝখানে রয়ে গেছে
কত আলোকবর্ষ
যেন বন্ধনহীন সমাজের
ছেঁড়া সম্পর্ক।


যেন পৃথিবীর আধুনিক
দীপ্তময় রূপ।
সমাজের  লুপ্তপ্রায়
মানবিক স্বরূপ।


চক্রাকার আমিত্বের
রুদ্ধ গন্ডী,
অহং কারাগারে আজ
সবাই বন্দী।