দুই পয়সা আয় করি
দেড় পয়সা খাই
আধ পয়সা হাতের মুঠোয়
কষ্ট করে বাঁচাই।


মেয়ের বিয়ে বাপের অসুখ
ছেলের লেখাপড়া
জমান টাকায় করব সব
স্বপ্ন ঘড়া ঘড়া।


স্বপ্ন দেখে কাটল দিন
এল কালো রাত
স্বপ্ন গুলো মাথার 'পরে
ভাঙল অকস্মাৎ।


লক্ষ কোটি জমেছে আজ
মোদের বিন্দুতে
স্থান পেয়েছে নেতা মন্ত্রীর
গোপন সিন্ধুকে।


বুড়ো বাপটা মরেই গেল
বিনা চিকিৎসায়
ছেলেটা এখন এই বয়েসেই
ইট বালি বয়।


আমি এখন টিবির রুগী
রাস্তায় পাতি হাত
মোদের টাকায় বাবুদের নাকি
দিন হয়েছে রাত।


পৃথিবীটা নাকি ছোট হয়ে গেছে
তাদের পায়ের মাপে
আমেরিকা আর লন্ডন নাকি
দুটো পায়ের ফাঁকে।


এখনো আমি স্বপ্ন দেখি
আমার ছেলেকে নিয়ে
একদিন সে বড় নেতা হবে
তোমাদের সবার চেয়ে।