৪ঠা ফেব্রুয়ারী ২০২২


তোমার গভীর অতলে ডুবে যাই, সাগরের নীল লোনাজল খুঁজি নাকো;
মেঘেদের ধূসরতায় তোমার ধোঁয়াশা মন হারিয়ে খুঁজি কানামাছির মতো।
বাতাসে মাতাল ভৈরবী-
নিরবিচ্ছিন্ন ভোরের আকাশে যাওয়া আসার বার্তা সেঁটে দেয়।
মাঘের বারিধারায় সিক্ত আগমনী বসন্ত-বিলাস;
তোমাকে খুঁজে ফিরি উষ্ণতার আলিঙ্গনে।
বাঁশরীর নিমগ্ন আহ্বানে সুরের লহরী কম্পমান হৃদ-মাঝারে।
মিথলজির বাঁধা পেরিয়ে দু'হাতে এভারেস্ট ছোঁয়ার স্বপ্ন বুনে চলেছি;
অসাধ্য সাধনে পাশাপাশি হেঁটে চলেছি বিরান-ভূমি।
নির্বাসনের পুলসিরাত পার হয়ে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত পরিযায়ী মন;
তোমার অতল গহ্বরে বাসনার দ্বীপপুঞ্জ খুঁজে বেড়াই-
বিশুদ্ধতা পান করি তোমার চোখের নিরেট মানচিত্রে।
হাসনাহেনার নেশায় মত্ত মেলানকোলিয়ারা
আবেশে চোখ বুজে- তোমাতেই খুঁজে একশত আটটি নীলপদ্ম।