- মোড়ক গুলো আকর্ষণীয়, বেশ রঙিন
উপহারের রকমারি, কেউ কেউ আপ্লুত
আবার কেউবা অপেক্ষা করছিল
আরও………. আরও কিছুর।
যেখানে কারাগারে বন্দী Saint Valentine,
প্রেমে পড়েছিলেন অন্ধ সেই কারাধ্যক্ষকণ্যার।
সেখানে এই জাতীয় আশা, নিরাশা;
এই কি তাহলে ভালোবাসা?
- কেন? তাই নয় কেন? এই তো সবার মনে
কতো আনন্দ, কতো খুশির একটা সপ্তাহ।
তুমি বড়োই প্রায়োগিক, যাকে বলে unromantic।
আমার ভবিষ্যৎ নোনাজল, নেই টক ঝাল মিষ্টি।
- তাই বুঝি? তা মিষ্টি তো তুই এমনিতেই,
ঝালের মাত্রাও সময়ে সময়ে যথেষ্ট
আর টকটা আমার জন্য না হয় হলিই কখনও।
যখন সবটা জুড়েই তুই আর তুই
তখন শুধু একটা মাত্র সপ্তাহেই তোকে
বেশি করে ভালোবাসি কী করে বল?
তোকে যে সারাটা জীবনের পরিকল্পনা করে
বেঁধে রাখতে চাই প্রেম আর বন্ধুত্বের
এক অদৃশ্য বাঁধনে।
কথা শুধু এটুকুই দিতে পারি যে এ বাঁধুনি
হবে মসৃণ, কোনো গিঁট নেই এতে।
- সেই মিথ্যা বলার অভ্যাসটা যে
বদলাতে পারলে না আর;
আমার জন্য কিছুই নিয়ে আসনি বলে
যে মস্ত উপহার দিলে আমায়,
এবার তা মোড়াবে কিসে শুনি?
পাবে তোমার মাপের কোনো চকচকে মোড়ক?