বেশ তো ছিলি মনের কোণে
অচিরেই কেন্দ্রে অনুপ্রবেশ
খাতার শেষে নামগুলো আজ
মোমবাতি ছাড়াই ধরনায় বসে।
দেওয়াল জুড়ে স্মৃতির পর্দা প্রতিনিয়ত
অন্ধকার প্রেক্ষাগৃহে দর্শক খুঁজে বেড়ায়।
রিমঝিম সন্ধ্যায় ছাতা এক, চার পা
পলকেই যবনিকা,জানালা দিয়ে প্রখর দুপুর।
ঘুম না আসা রাতের আতর
চোখ খুলে দেখা স্বপ্নেরা মাখে।
এ কেমন বর্ণনা তোমার!
মিল পাইনা আমার সাথে।
চোখ ছলছল; না সে করেনি অভিযোগ
এ তো অভিমান, আমিই অবুঝ।
হতে পারত এ এক মিষ্টি প্রেমের পাণ্ডুলিপি,
দুজনে পারত হতে একে অপরের পরিপূরক;
আদর দিয়ে ধুয়ে দিতে পারত
জমে থাকা আক্ষেপের বাঁধ।
কেটেছে সময়, ক্রমশ ফুরিয়ে এসেছে
‘আমরা’ এর সলতে; সন্দেহের তেলে
আজ দীপ্তমান ‘আমি’ এর শিখা।
এবার বিচার করুন।
---- কাঠগড়ায় দাঁড়িয়ে বয়ান প্রত্যাশা-এর।