আর একটা নতুন সকাল
দূরের আকাশটা একটু লালচে
গাছের ডালে ডালে পাখীদের কিচিমিচি
তখনো এলার্মটা বাজেনি
ঘুম ভেঙে গেছে
আধখোলা চোখে আকাশটা দেখছি-
মায়ের সেই পুরানো অভ্যেস
পুজার জন্য বাগানে সাদা ফুল তোলা
আর গুন গুন ক'রে রবি ঠাকুর।


হঠাৎ ই একটা কাকের কর্কশ আওয়াজে
ভেঙে গেল সুন্দর দিবা স্বপ্নটা!
মা কাক টাকে তাড়াচ্ছে-


কিছুক্ষন পর মা বলল-
"কিরে এবার উঠবি তো?
তোর দ্বারা কিচ্ছু হবে না
আজ ইনটারভিউ অথচ কোন হুস নেই
পড়ে পড়ে ঘুমাচ্ছিস,
পারিস ও বটে!"
আমি আলিস্যি নিয়ে বললাম -
হুমম! এই উঠব এবার।


সকাল মানেই আবার শুরু
বেকারত্বের সংগ্রাম
সবাইকে পেছনে ফেলে এগিয়ে যেতে হবে
ছিনিয়ে নাও অধিকার
না হলে তুমি বাঁচবে না!
কি সুন্দর এই জীবন
কি যে তার দর্শন-
কিছুই বুঝি না,
স্কুলের শিক্ষা, মহাপুরুষের বাণী
আর জীবনের আদর্শ
বাস্তবের গলিতে এসে
কেমন যেন মিথ্যে হয়ে যায়।


মা তখন পূজায় ব্যস্ত-
ছেলেটা মন্দিরের সামনে মাকে
করল প্রনাম-
যেন যুদ্ধ জয়ের অনুমতি!
মা বলল-
আরে চললি কোথায়?
খেয়ে যা কিছু!
সময় নেই রাস্তায় খেয়ে নেব,
মা আসছি!
দুগগা! দুগগা!
সাবধানে যাস, আর তারাতারি ফিরিস!


ব্যস্ত শহরে বাসে ঝুলছে বাদুড়
কচ্চপ আর খড়গোসের দৌড়ে
এতটুকু মাটি কেউ ছাড়তে চায় না!
হাজারো শব্দের তান্ডব
যেন নৃত্য করছে কানে!
ছেলেটা জানালার ফাঁক দিয়ে
ছুটে যাওয়া গাছ গুলোর সাথে
হয়তো নিজেকে মেলাছিল-
যেন বেকার সমাজ এই ভাবেই ছুটছে
একটা চাকরির খোঁজে।
বাসে তখন বড্ড ভিড় জমেছে
পা ফেলার জায়গা নেই
সামনে এসে দাঁড়ালো এক ভদ্র মহিলা
কি মনে করে ছেলেটা সিট টা ছেড়ে দিল,
বিনিময়ে হাসিমুখে ধন্যবাদের আদান প্রদান।
অবশেষে এল রেল ষ্টেশন
এখনো এক ঘন্টার পথ বাকি
অফিস টাইম
হাজার হাজার মানুষের ভিড়
কিন্তু ট্রেন এর দেখা নেই!


অনেকক্ষণ পর একটা ট্রেন এল
কেউ কেউ বলল-
ওরে উঠিস না ফাইন হবে,
কেউ আবার বিরক্ত
কারন ওটা শুধু মেয়েদের জন্য।
সময়ে না যেতে পারলে
আবার একটা সুযোগ মিস
তাই কিছু না ভেবে ছেলেটা উঠল ট্রেনে
ভেতরে শুধু মেয়েদের ভিড়
অনেক জায়গা খালিও ছিল বসার জন্য
ছেলেটা দাঁড়াল দরজার সামনে
বাইরের দিকে মুখ করে,
বাঁশি বাজল-
স্বপ্নটা যেন সত্যি হবার অপেক্ষায়!
যুদ্ধের ঘোড়াটা ছুটল তীরবেগে
সব কিছুকে পিছে ফেলে,
সে যেন এক যুদ্ধজয়ের সৈনিক!


"হঠাৎ ই কানে এল
কিছু কথা
যেন মনে হল আমাকেই বলছে"
ছেলেটা ঘুরে তাকালো-
কেউ চিৎকার করছে আঙুল তুলে
"এখুনি নেমে যাও,
জানোয়ার গুলো মানুষ হবে না।
ঘরে মা বোন নেই!
কারো মুখে বিদ্রুপ-
কুকুরের লেজ এমনি কি আর সোজা হবে!
কেমন বজ্জাত ছেলে দেখ
কথা গুলো কি কানে যাচ্ছে!
কেউ বলল-
মুখে কিছু হবে না
ফেলে দাও ট্রেন থেকে।"
ছেলেটা ভাবল ভুল হয়ে গেছে
পরের স্টেশনে নেমে যাবে!
সে সময় আর আসেনি-
কিল চড় গালি গালাজ
কেউ চুলের মুটি ধরে টানছে
কেউ বা মারছে লাথি,
অসহায় ছেলেটা-
ফাইলটাকে যুদ্ধের ঢাল করে বাঁচার চেষ্টায়!
কেউ কথা শোনেনি তার,
অবশেষে
রক্তে ভেজা স্বপ্নটা ডুবে গেল
হাসপাতালের বেডে!