চুলকোচ্ছে, চুলকোচ্ছে ভীষণ পিঠ!
লোমে আর লোমে, ষড়যন্ত্রের গিঁট।
নখ আছে, আছে কি লম্বা নখ?
নগ্ন পৃষ্ঠ, দেখি তো্র কত ধক্!!
আমারও আছে উকুন মারা তেল,
কাছে আন মাথা, দেখাব আজব খেল।
ও বাবা, তোমার তো দেখি ইন্দ্রলুপ্ত কেস!
কি করে মারব পোকা, কোথায় পাব কেশ?
দিয়েছ চুলকে পিঠ, এখন কেমনে শুধি ধার,
ভাবনায় চিন্তায় হয়ে গেলুম জেরবার।
মুচকি হেসে বললে তুমি, নিদেন একটা আছে,
শাখামৃগ’রাই সে উপায় বাতলে দিয়ে গেছে।
এই আমি খুলছি জামা, করছি বন্ধ চোখ-
পৃষ্ঠ উন্মুক্ত; তোমার আঙুলে তীক্ষ্ণ নখ।