অন্তরঙ্গ, আত্মলীন যেন হর-পার্বতী,
কেউ কি বিছিন্ন হতে চায়, না হতে পারে।
জলের থেকে জীবনকে কি সরিয়ে রাখা সম্ভব?
সম্ভব কি মস্তিষক থেকে চিন্তা বিদূরিত করা।
গ্রহকে কক্ষচ্যূত করা বা গতির উজানে হাঁটা।
নিঃস্পলক শুধু চেয়ে থাকা, জোয়ার- ভাঁটা -
পৃথিবী-চন্দ্র- সূর্যের এ নিত্য খেলা।
হৃদপিণ্ড স্তব্ধ হলেও প্রতি অঙ্গ, প্রতিটি কোষ-
বলে ওঠে- ভুলি নাই, ভুলি নাই প্রিয়া।
বহু জীবনে আমাদের এ পথ হাঁটা-
বহুবার শুধু ফিরে ফিরে দেখা ।
মিলন -জীবনের যা কিছু দেখা ,
যা কিছু পাওয়া- অনন্ত আলোক শিখায় ।
চেতনার গভীরে জেগে থাকে কোন এক বিভায় ।