আমার শহর তুমি,
একরাশ অনুভূতি।
ঘরে আমার সবাই আছে,
নেই শুধু তুমি।
সবাই আমায় ডাকে,
শুধু ডাকো না তুমি।
আমি শুধু ভাবি তুমি,
তুমি ভাবো না আমি।
আমার শহর এখন
ভীষণ একলা,
তুমিহীন আমি।