তোমার জন্যে


তোমার জন্যে কিনতে রাজি পুরান ঢাকা
কে বেচবি , দাম হাঁকা দাম হাঁকা !
ঐখানে মোর ঢাকার শিকড়
ইট-পাথরে আজ ঢাকা |


তোমার জন্যে খোলা বাজারে
লক্ষ কোটি দাম হাজারে
ন্যায্য মূল্যে বিক্রি হবে চাঁদ;
আমি হবো ক্রেতা ওই বাজারে |


অল্প কিছু জোৎস্না দেবো
বিনিময়ে তোমায় নেবো
যা যা চাবে ওই মহাজন
তোমার জন্যে বিকিয়ে দেবো |


তোমার জন্যে বেঁচতে রাজি
আমি পাগল দুষ্ট পাজি
প্রেমের জন্যে তোমার হয়ে
ভালবেসে মরতে রাজি |