আবার দেখা হবে
———————-
          সুপ্রিয়া চৌধুরী
         ——————-
কত যুগ পরে দেখা হবে কে জানে -
কিংবা কয়েক বছর
কয়েক মাস ও হতে পারে,-বা কিছু দিন,
বা শুধুই দু’ এক প্রহর।


শুনে মনে হয় কিছুই তো নয়
          দেখা ই হবে আবার,
হয়তো হবে কথা কিংবা না হবে
        কি প্রয়োজন ভাববার ?


বলে গেলো সে যে ,-“দেখা হবে”,
তাই শুরু হয় প্রতীক্ষা-
কার সাথে দেখা হবে কি ভাবে
কোথায়, সে বলা,-সময় সাপেক্ষ।


এই টুকু কথা, “আবার দেখা হবে”-
এ যে বড় আশ্বাস বাণী !
যেন প্রাণহীনে মুহুর্তে প্রাণ সঞ্চারে,
মুছে দিয়ে সব গ্লানি ।


মনে আশা জাগে মুমূর্ষু প্রাণে ও
আবার যে দেখা হবে !
বেঁচে থাকার অদম্য উৎসাহে
প্রাণে খুশীর জোয়ার যেন জাগে।


শেষ হয়নি কিছুই, শেষ হয়নি এখনো
কাজ অনেক রয়েছে বাকী !
আবার দেখা হবে অনেক কথা হবে,
এই আশা মনে রাখি।
——————————-