আজ কোথায় তুমি  মা
  —————————
                   সুপ্রিয়া চৌধুরী
                   ——————-
বিশ্ব মাতৃ দিবস শুধু
      এক দিন কেন হয় মাগো ?
এবক্ষে তুমি আছ চিরদিন,-
     আর কে আছে এমন,-ভাবো !


যে চিহ্ন তুমি রেখে গেছো দেহে-
     কষ্টে বেদনায়,—তবু পরম সস্নেহে-
সেই স্নেহ আজ কোথা খুঁজে পাই-
      এ বিশ্ব চরাচরে তোমা সম নাই।


ভূমিষ্ঠ হওয়ার আগেই চিনেছি
                   তোমার দেহের ঘ্রাণ,-
তোমার প্রাণের স্পন্দনে ছিলো
                 আমার অজাত প্রাণ।
যে নাড়ীর ডোরে বেঁধেছিলে মোরে,
           সেই তুমি আজ কই ?
বড় একা লাগে,—চারপাশে দেখি
        কত কোলাহল,—হৈ চৈ !


তুমি নেই আজ,—তবু,
মোর আঁখি দুটি, কি  খোঁজে এখনো,-
              -দিবানিশি অহরহ ?
আনমনা মনে, খোলা বাতায়নে, বসে ভাবি,
সব আছে,—তবু কিছু নেই যেনো,
  তোমা ছাড়া মাগো,-আমি আজ নিঃস্ব !
———————————————-