আজকের প্রজন্ম( লিমেরিক)
——————-
       সুপ্রিয়া চৌধুরী
       ——————
(১)শুধুই মোবাইল
————————
সময়ের দুর্যোগ ই বটে!

হাতে আছে মোবাইল,সময় নেইকো মোটে !

কোলাহল নাই কোনো,
কেউ কারো নয় যেনো,

মুখগুঁজে মোবাইলে, শুধুই সময় কাটে।


(২)চাকুরীর ধারা
—————————-
চাকুরী এমন, যে খাওয়া দাওয়া হয় না প্রায়শ
এ এক বিচিত্র ধারা,বেড়েই চলেছে যেন ক্রমশ
অতিথি যদি আসে,
খাবে কিছু, এই আশে,
সে কি কিছু পেতে পারে, এটাই বড় রহস্য !


(৩) ভরসায় অনলাইন
——————————
ভরসায় অনলাইন, এতেই কাটে জীবন
যা চাইনা, তাও কেনে, দিন রাত অনুক্ষণ।
পছন্দ না হলে,
টুক করে মোবাইলে,
পাঠায় বারেবারে পছন্দ হয়না যতক্ষণ।


———————————————————-