আমার কবিতা( এক্রোস্টিক)
——————
        সুপ্রিয়া চৌধুরী
        —————-
আমি দেখেছি তোমায় নিশীথ রাতে যেন স্বপ্নের ঘোরে,
মাধুরী মেশানো দু কলি আমায় শুনিয়েছো স্নেহ ভরে।
রয়েছি এখনো তোমার আশায় নিদ্রাভঙ্গ প্রাতে-
কত খুঁজে মরি শয়নে স্বপনে ! অধরা তুমি এ হাতে ।
বিরহিণী আমি কবিতা বিহনে,-তোমাতেই থাকি মগ্ন !
তারে খুঁজে পেতে চিরতরে মোরে রাখো নিদ্রাচ্ছন্ন ।
————————————————————


প্রতিটি লাইনের আদ্যক্ষর একত্র করলে এক্রোস্টিক কবিতার নিয়মানুযায়ী  “আমার কবিতা” হবে।