আমার আঁকা ছবি
———————-
            সুপ্রিয়া চৌধুরী
            ——————-
তোর দেওয়ালের ছোট্ট কোণায়,
আমার আঁকা ছবি জায়গা পেলো।
এতো শুধু ছবি নয় রে,-
এ যে আমার আবেগ ভরা তুলির টানে
মনের হিসেব,-
তোর মনের সাথে মন মেলালো।


এঁকেই চলি হিজি বিজি-
আমার রঙের তুলি ও চলে খোশ মেজাজে,-
তবে, এ ও জানি মনে প্রাণে,-
হয়তো ছবি, পায় না আকার নিখুঁত সাজে !


নিখুঁত না হোক ছবি টি মোর,
আছে শুধু ই আবেগের ঘোর।
যত ভাব আছে মনের গভীরে,
তুলির ছোঁয়ায় যেন বেরিয়েছে ধীরে !


তবু ও,- কোথাও ভয় হয় মনে,
কি জানি— ! যদি মনে হয় তোর,
এ আবার কেমন ছবি ? এ কেউ দেয় কখনো ?
দেওয়ালে এ ছবি স্থান পাবেনা-
ভালো ছবি নয়কো  মোটেই !


ভেবে নেবো তখন আমি,
নাই বা পেলো স্থান দেওয়ালে,
কোথাও তো রাখবি তারে -
যদি হয় সেটা তোর মনের কোণেই !
————————————


(আমার আঁকা পেন্টিং প্রথম বার ফ্রেম করে আমার বন্ধুকে উপহার দেবার সময় এই “লেখা” টা ফ্রেমে আটকে দিয়েছিলাম। )