আবার এসেছি  ফিরে
————————
        সুপ্রিয়া চৌধুরী
          —————
আবার এসেছি  ফিরে
সাজাতে ফুলের বাসর সাজে এই ধরণীরে।
ভুলি নি অতীত !  সেই ফেলে আসা দিন
যা কখনো ছিল না মসৃণ ।
কোথা ছিলো মান হুশে মানুষের প্রত্যয় ?
মানবিক আবেশে আজ ও খুঁজি অমর আলয়।


আমি তো নিমিত্ত মাত্র,-
মনে আশা এই শুধু,- অমানিশা  দূর হয়ে
কবে কেটে যাবে কালরাত্রি !
কত যুগ ধরে শুনেছি কত কথা কত বাণী,
মহাযুদ্ধ তবু থেমেছি কি ?  হিংসা দ্বেষ হানাহানি ?


আজ খুঁজে ফিরি মানবিক স্ফুলিঙ্গ
প্রতিজনে প্রতিক্ষণ
তাই তো লিখি চলি অবিরল-
কবে যে ছড়াবে দিকে দিকে মানবিক প্রবণতা
আগুনের ফুলকির মতই জ্বলবে প্রচণ্ড দাবানল ।
সেই দিন পুড়ে ছারকার হয়ে গেলে হয়ে যাক্ সব !


যদি কিছু বেঁচে থাকে খড়কুটো সম
খুঁজে নেবো শুধু সেই টুকু- অতি ক্ষুদ্রতম-
সেখানেই ফলবে আবেগের সোনার ফসল ।
গাছে গাছে বিহঙ্গের কলতানে  শুনবো  
মানবের জয় গান,
ফুলের বাসর সাজে সাজাবো ধরণীর সেই ক্ষুদ্র স্থান !
সেদিন সার্থক হবে ফিরে আসা হয়তো আমার-
জীবনের উদ্দেশ্য হয়তো হবে কিছুটা সফল।
——————————————-