আঁধারের দীপাবলি
———————-
      সুপ্রিয়া চৌধুরী
       —————
দিকে দিকে আজ আলোর রোশনাই
আঁধার যে নেই
রবির কিরণ ও লজ্জায় বুঝি হার মেনে গেছে
কৃত্রিম আলোর কাছে।
আকাশে ওই দেখো আলোর মিছিল
বাতাসে গন্ধ আতশবাজির
বড়-বুড়ো-ছোটো-কচি-কাঁচা সব মেতেছে আজ
দীপাবলি উৎসবে।


তবুও আঁধার ওই যে অদূরে, দেখো সারে সারে
অগুণিত মানুষ শুয়ে বসে আছে
রাস্তার ফুটপাতে।
এ উৎসব কি শুধু তোমার আমার ?
তবে কেন ওরা বঞ্চিত আজ
যখন আকাশ ভরেছে আলোয় আলোয়
আজি এ উৎসব মুখরিত রাতে ?


…..আজ ওরা সব প্রতীক্ষারত,
উৎসব শেষে শিশুরা কুড়াবে
নিভে যাওয়া যত প্রদীপ টুকরো
এখানে ওখানে গলে যাওয়া আধখানা মোমবাতি-
আধপোড়া যত আতশবাজি
রাস্তায় পড়ে এধারে ওধারে
ফেলে গেছো তুমি,- কত অনাদরে….


অতি সযত্নে কুড়িয়ে সে ধন,
ক্ষোভে- দুখে নয়, -পরমানন্দে
উদযাপন হবে সেই ফুটপাতে
অবশেষে তাদের,—আঁধারের দীপাবলি।
—————————————————


আসরের সবাইকে শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা।