আগমনীর সুর
—————-
             সুপ্রিয়া চৌধুরী
              ——————-


শিউলি ফুল ডাকলো আমায়-
বললে, গাছে গাছে ফুল ফুটেছে
শরতের এই মিষ্টি হাওয়ায়
সুগন্ধ আজ ছড়িয়ে দিলেম চারিদিকে-
এবার তোমরা আসবে ত গো ?
ফুল কুড়োতে ?
এক বছরের প্রতীক্ষার পর, এবার এলেম
নতুন সাজে
কেউ না এলে, ফুল গুলো সব
মিছি মিছি ঝরে পড়ে
মাটির মাঝে।


কাশের বনের ফুল গুলো সব দুলে দুলে
বললে ডেকে,
শরৎ এলো, তাই তো এলেম,-
আগমনীর  বার্তা নিয়ে,
সাদা ফুলে ভরিয়ে দিলেম,-
এদিক ওদিক দেখো চেয়ে,
মাঠে বনে লাগলো যেন
ফুলের মেলা-
ঢাকের সাথে নাচবো এবার,
পথ চেয়ে তাই বসে আছি, সারা বেলা।


ছোট্ট সোনা মেয়েটি  আমার, আপন মনে
দুহাত তুলে নেচে বেড়ায়-
কি ই বোঝে পূজোর মানে ?
ঘোরাঘুরি, নতুন পোষাক,
খাওয়া দাওয়া, ঠাকুর দেখা,
এর বাইরে আর কি বা জানে ?
পোষাক হাতে বেজায় খুশী,
চলছিলো সে খুশ মেজাজে।
হঠাৎ দেখি ছোট্ট সোনা,
এগিয়ে এসে কানে কানে বললে হেসে -
নতুন পোষাক চাই না আমার,
পোষাক আমার অনেক আছে !
দাও না গিয়ে, ঐ মেয়েটিকে,
যার জামা টা ছিঁড়ে গেছে !


গর্বে আমার বুক ভরে যায়,
চোখের পাতা যায় যে ভেসে ।
মিষ্টি হেসে মেয়েটি আমার
নতুন জামা দেয় বিলিয়ে -
ঐ মেয়েটির মুখের হাসি, ধরে না আর
নতুন জামা হাতে পেয়ে !
এই হাসি টি ই অমূল্য ধন,
পূজোর খুশী, এর ই মাঝে ।
আগমনীর সুরে তাই পূজোর ঢাক
বাজলো এবার,
কাশ বনে ও লাগলো জোয়ার,
চলো সবাই, শিউলি তলায়
কুড়িয়ে নিই ফুল গুলো সব -
বিলিয়ে দিই ঘরে ঘরে।
—————————————