আমার তুমি
—————-
        সুপ্রিয়া চৌধুরী
       ———————
তুমি আমার অস্তিত্ব,  তুমি আমার  পরিচয়—
যতই তোমায় দেখি, আমার, —আমি মনে হয় !
তোমার আছে  আলাদা সত্তা, তবু তুমি আমারই প্রতিচ্ছবি !
তোমার মুক্ত চিন্তাধারায় নেইকো মোর দাবী।


তোমার ইচ্ছে, তোমার স্বপ্ন, আকাশ চুম্বী যত,—
হাতের মুঠোয় আসুক সেসব তোমার মনের মত !
আমার প্রভাত, আমার সূর্য্য, তোমাতে হোক বিলীন,
আলোর কিরণ ছড়িয়ে পড়ুক সুদূর অন্তহীন।


নীল আকাশের বিশালতায় উড়ান ভরে নাও,—
সফলতার শীর্ষে তুমি পৌঁছে যদি যাও—
ভাববে তুমি, স্বপ্ন তোমার পূর্ণ হলো এবার অবশেষে,
জড়িয়ে ধরে বলবো তোমায়,-
“এই তো ছিল আমার স্বপ্ন,”—শুধুই ভালবেসে !
————————————————-